ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ওসিউর রহমান মোল্লার মৃত্যতে রাজধানীতে শোকসভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। সভায় তাদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দপ্তরে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আব্দুল নূরসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোবারক হোসেন খান ১৯৩৮ সালের ২৭ ফেব্র“য়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ওস্তাদ আয়েত আলী খাঁ একজন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং তাঁর চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ। সংগীতে অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার এবং ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২৫ নভেম্বর ২০১৯
তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির শোক সভা
শেয়ার করতে ক্লিক করুন
Be the first to comment on "তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির শোক সভা"