সর্বশেষ

বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন স্পিকার

ঢাকা : সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিনামূল্যে সার ও বীজ বিতরণসহ কৃষিবান্ধব নানা কার্যক্রম গ্রহণ করছে। যে কারণে দেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
গতকাল সোমবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম এবং বিনামূল্যে রাসায়নিক সার ও ভুট্টা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন। বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা, পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমূখ।
অনুষ্ঠানে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশের মতো পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম অব্যাহতভাবে চলছে। পীরগঞ্জে বিগত পাঁচ বছরে ৫০টি একাডেমিক ভবন স্থাপন করা হয়েছে। আগামীতে পীরগঞ্জকে মডেল উপজেলা করা হবে বলে তিনি উল্লেখ করেন ।
ড. শিরীন শারমিন বলেন, সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করতে পারলে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে পীরগঞ্জ উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন। পরে তিনি ভেন্ডাবাড়ী মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এছাড়া পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে এক হাজারটি বন্ধুচুলা, সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম ০২ ডিসেম্বর ২০১৯

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*