সর্বশেষ

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে স্পিকারের কুশল বিনিময়

ঢাকা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শনিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। এ সময় তার সঙ্গে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। তারা সসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর শুভেচ্ছা বিনিময় করেন। স্পিকার সেখানে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের শারীরিক ও পারিবারিক খোঁজ-খবর নেন।

এদিকে স্পিকারের পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৪ ডিসেম্বর ২০১৯

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে স্পিকারের কুশল বিনিময়"

Leave a comment

Your email address will not be published.


*