সর্বশেষ

তৃণমূলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে : স্পিকার

ঢাকা : স্বনির্ভর জাতি গঠনে তৃণমূলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, একজন আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর মা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই মায়েদের স্বনির্ভর করতে উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘পুনাক বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী হাবিবা জাবেদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিজিএমই’র সভাপতি ড. রুবানা হক, বেগম লুৎফুল তাহমিনা খান, শিরীন ইসলাম, তুহিন সালম প্রমূখ।

অনুষ্ঠানে স্পিকার বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে পুনাক সদস্যরা কাজ করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। আর নিজস্ব প্রচেষ্টায় সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হবে। নব ক্ষেত্রসমূহে নব উদ্ভাবনী শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। এখন নারী পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। নারী উদ্যোক্তা তৈরি ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে পুনাক আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় স্পিকার কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান করেন। পরে পুনাকের স্টল পরিদর্শন করেন তিনি।

###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০৭ জানুয়ারি ২০২০

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "তৃণমূলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে : স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*