ঢাকা : পথশিশুদের জন্ম নিবন্ধন বিনামূল্যে করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি বলেছেন, যাদের থাকা ও খাওয়ার কোন ব্যবস্থা নেই তারা জন্ম নিবন্ধনের জন্য অর্থ পাবে কোথায়? তাদের বিশেষ ব্যবস্থায় নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। জন্ম নিবন্ধনের পাশাপাশি পথশিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘পরিত্যাক্ত ও পথ শিশুদের জন্ম নিবন্ধন ও করণীয়’ বিষয়ে জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্ট্রিট চিলড্রেন একটিভিস্টস নেটওয়ার্কস (স্ক্যান) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. এস এম খলিলুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি অ্যাডভেকেট মো. শামসুল হক টুকু, সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, কাজী কানিজ সুলতানা ও অ্যাডভোকেট গ্লোরিয়া ঋর্ণা সরকার এবং দাতা সংস্থা কেএনএইচ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মারুফ রুমি মমতাজ।
সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন সিনিয়র সাংবাদিক নিখিল ভদ্র। আলোচনায় অংশ নেন অপরাজেয় বাংলার ওয়াহিদা বানু, ঢাকা আহছানিয়া মিশনের এম এহছানুর রহমান, শিশু অধিকার ফোরামের মো. মাহবুবুল হক, আপন ফাউন্ডেশনের আফতাবুজ্জামান, ইনসিডিনের মুশফিকুর রহমান সাব্বির, এক রঙ্গা এক ঘুড়ি’র মাসুদুল ইসলাম নীলসাধু এসওএস শিশু পল্লীর আজিজুর রহমান, সাজেদা ফাউন্ডেশনের দীপংকর মণ্ডল, কারিতাসের কামরুন নাহার, স্ক্যান সভাপতি জাহাঙ্গীর নাসির প্রমূখ।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতরে পদার্পণ করেছে। উন্নয়নমুখী বাংলাদেশে কোন শিশু রাস্তায় রাস্তায় ঘুরে মানবেতর জীবনযাপন করবে শিশুবান্ধব প্রধানমন্ত্রী তা চাইবেন না। তাই সরকার ভোটার তালিকা যদি বিনামূল্যে তৈরি করতে পারে তাহলে পথশিশুদের জন্ম নিবন্ধনও বিনামূল্যে করতে পারবে। মুজিববর্ষকে সামনে রেখে এবিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে হবে। তিনি শিশু অধিদপ্তরের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান।
শিশু অধিকার নিশ্চিত করতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের কল্যাণে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের কল্যাণে সবসময় উদারতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীতে কোন শিশু পথে থাকবে না এবং সকলেই জন্ম নিবন্ধন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, সরকার পথশিশুসহ এতিম অসহায়, শারিরীক ও মানসিক সমস্যাগ্রস্থ শিশুদের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রয়োজনে আলাদাভাবে আইন ও কর্মপরিকল্পনা গ্রহণ করবে। এক্ষেত্রে সরকারের কাছে সমন্বিত সুপারিশমালা তুলে ধরতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধে পথ শিশুদের জন্ম নিবন্ধন না থাকার ফলে ব্যাংক একাউন্ট, স্কুলে ভর্তি ও পরিচয়হীনতার সংকট ও সমস্যাগুলো তুলে ধরা হয়। সেখানে জন্ম নিবন্ধনের সুবিধার্থে নিবন্ধন ফরম সহজ করা, আলাদা দপ্তর বা ওয়ান স্টপ সার্ভিস চালু, দায়িত্বপ্রাপ্তদের দক্ষতাবৃদ্ধি ও অ্যাডভোকেসী কার্যক্রম জোরদার এবং সর্পোপরি জন্ম নিবন্ধনের সমস্যাগুলো দুরীকরণে সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সুপারিশ করা হয়।
###
পার্লামেন্টনিউজবিডি.কম ১৭ ফেব্রুয়ারি ২০২০ ইং
Be the first to comment on "পথ শিশুদের জন্ম নিবন্ধন বিনামূল্যে হবে : ডেপুটি স্পিকার"