সর্বশেষ

নারীরা মেধাবী ও সাহসী, এখন প্রয়োজন সুযোগ ॥ স্পিকার

ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আমাদের দেশের নারীরা মেধাবী ও সাহসী, প্রয়োজন সুযোগ। নারীদের এ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশ সেই অবস্থানে পৌঁছেছে।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানস্থ এন ওয়াই সেন্টারের হালদা ভ্যালী টি লাউঞ্জে ‘এগিয়ে যাওয়া নারী শীর্ষক গান উনুক্তকরণ ও নারীর ক্ষমতায়ন’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি এমন একটি সুন্দর গানের জন্য শিল্পী সুস্মিতা আনিস, এলিটা, প্রিয়াংকা ও কণা, গীতিকার মাহবুব খোরশেদ ও সুরকার ফুয়াদ নাসের বাবুকে ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, এমন উৎসবমুখর ও সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন নারীদের সৃষ্টিশীল ও সম্ভাবনাময় কাজে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে ‘এগিয়ে যাওয়া নারী’ গানের লঞ্চিং করেন তিনি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ের নারীরা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। চ্যালেঞ্জগুলোর উত্তরণ ঘটিয়ে নারীদের আরো এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অসামান্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। নারীদের এগিয়ে যাওয়ার পথে যে বাঁধার দেয়াল ছিল তা ভেঙ্গে দিয়ে নারী সমাজের এগিয়ে যাওয়ার পথ সুগম করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামীণ নারী উদ্যোক্তা, মেয়েদের শিক্ষাব্যবস্থা, সেনা-বিমান-সরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নারীর অধিকার, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে সাফল্যের নমুনায়ন দেখিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৩ মার্চ ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "নারীরা মেধাবী ও সাহসী, এখন প্রয়োজন সুযোগ ॥ স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*