সর্বশেষ

খাদ্য সহায়তা নিয়ে করোনায় গৃহবন্দী উপকূলের দরিদ্রদের পাশে লিডার্স

ঢাকা : খাদ্য সহায়তা নিয়ে করোনা পরিস্থিতিতে গৃহবন্দী উপকূলের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্স সোসাইটি (লিডার্স)। খুলনা-সাতক্ষীরা অঞ্চলের বাঘবিধবা, মুণ্ডা, জেলে ও দরিদ্র ভ্যানচালকদের খাদ্য সহায়তার জন্য গঠিত তহবিলে নিজেদের বেতন থেকে এক লক্ষ টাকা জমা দিয়েছেন লিডার্স কর্মীরা। এছাড়া দরিদ্র মানুষের খাদ্য সহায়তা তহবিলের জন্য সংগঠনের বাইরে থেকেও অর্থ সংগ্রহের কাজ চলছে।

এ বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ ও খুলনার কয়রা উপজেলার খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো গৃহবন্দি থাকতে বাধ্য হচ্ছে। ফলে তারা এই মুহূর্তে চরম খাদ্য সংকটে ভুগছে। লিডার্স-এর পক্ষ থেকে তাদেরকে যথাসম্ভব খাদ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে এবিষয়ে একটি সহায়তা তহবিল গঠন করা হয়েছে যাতে লিডার্স কর্মীরা এক লাখ টাকা জমা দিয়েছে। এছাড়া অন্যদের কাছ থেকে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা ছাড়াও হাইজিন কিট বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সংশ্লিষ্টরা জানান, লিডার্স-এর উদ্যোগে এরইমধ্যে শ্যামনগরের বাঘবিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে করোনা প্রতিরোধের জন্য হাইজিন কিট বিতরণ করেছে। প্রত্যোককে দুইটি করে হুইল সাবান, ৫০০ গ্রাম ব্লিচিং  পাউডার ও চারটি মাস্ক দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত সবাইকে এই সামগ্রী ব্যবহারের নিয়ম ও হাত ধোয়ার কৌশল শেখানো হয়।

এছাড়া লিডার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও যুব ফোরামের সদস্যরা বিভিন্ন স্থানে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৯ মার্চ ২০২০

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "খাদ্য সহায়তা নিয়ে করোনায় গৃহবন্দী উপকূলের দরিদ্রদের পাশে লিডার্স"

Leave a comment

Your email address will not be published.


*