ঢাকা : করোনা পরিস্থিতি মোকাবেলায় সাহসিকতার সাথে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি। তিনি দিনাজপুর শহরকে জীবাণুমুক্ত রাখতে ফায়ার সার্ভিসের মাধ্যমে জীবানুনাশক স্প্রে কার্যক্রম উদ্বোধনকালে এ আহ্বান জানান।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় হুইপ ইকবালুর রহিম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই প্রদান করেন। এরআগে দিনাজপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া মহল্লায়, বস্তিগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে শাবান, মাস্ক, হ্যান্ড, স্যানিটাইজারসহ অসহায় ও দরিদ্রদের মাঝে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাধ্যমে ঘরে খাবার চালসহ পৌছানোর ব্যবস্থা করেন তিনি। এ ছাড়া তিনি শহরের বিভিন্ন স্থানে সাবান দিয়ে হাত ধোয়ারও ব্যবস্থা করেছেন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ইকবালুর রহিম বলেন, সতর্কতাই পারে করোনা ভাইরাস মোকাবেলা করতে। এ জন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আপনারা ঘরে থাকেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করছেন। খুব শ্রীঘ্রই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসবে।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে উল্লেখ করে হুইপ বলেন, অসহায় ও দরিদ্র তথা দেশের মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় আছেন ও থাকবেন। এই মুহুর্তে কোন খাদ্য সংকট হবে না। তিনি দরিদ্র মানুষের সেবায় সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২৯ মার্চ ২০২০
Be the first to comment on "সাহসিকতার সাথে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানালেন হুইপ ইকবালুর রহিম"