সর্বশেষ

করোনা সতর্কতা মেনেই বসবে একদিনের সংসদ অধিবেশন

ঢাকা : বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে মাত্র এক দিনের জন্য বসবে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। আগামী ১৮ এপ্রিল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। করোনা সতর্কতা মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখেই সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা অধিবেশনে অংশ নিবেন বলে জানাগেছে।
সাংবিধানিক বাধ্য-বাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্র“য়ারি। সেই হিসেবে সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ অধিবেশন পিছানোর কোন বিধান না থাকায় এই অধিবেশন বসছে। অধিবেশনের শুরুতে চলতি সংসদের সরকার দলীয় সদস্য শামসুর রহমার শরীফ মারা যাওয়ায় শোক প্রস্তাবের উপর আলোচনা হবে। এই আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সদস্যরা অংশ নিবেন। এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হলেও এবার তা হচ্ছে না। এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও থাকছে না। অধিবেশনের ক্ষেত্রে কম সংখ্যক উপস্থিতির উদ্যোগ নেওয়া হবে। অধিবেশনের কোরাম পূর্ণ করতে জাতীয় সংসদের হুইপ ও ঢাকায় অবস্থানরত মন্ত্রী-এমপিদের উপস্থিতি নিশ্চিত করা হবে। অধিবেশনে বসার ক্ষেত্রে শারীরিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হবে। অধিবেশনের প্রস্তুতিতেও কম সংখ্যক কর্মকর্তাকে কাজে লাগানো হবে। অধিবেশনের জন্য অতি প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীদের সংসদে আসার জন্য বলা হবে। এতোদিন ছুটি থাকলেও রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করায় আজ মঙ্গলবার থেকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অফিস করবেন।
উল্লেখ্য, এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২২ সংসদের বিশেষ অধিবেশন আহবান করা হলেও করোনা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে সংবিধান রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলস্বন করেই সংসদ অধিবেশন বসবে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৭ এপ্রিল ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "করোনা সতর্কতা মেনেই বসবে একদিনের সংসদ অধিবেশন"

Leave a comment

Your email address will not be published.


*