সর্বশেষ

দুঃস্থ ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিল প্রদীপ

ঢাকা :  সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা এক হাজার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে গত দুই দিনে বিতরণ করা ওই উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল ও লবণ রয়েছে। উপহার সামগ্রী বিতরণ করেন কপিলমুনির অনিক জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রদীপ দত্ত।

এলাবাসীর দুঃসময়ের সাথী প্রদীপ দত্ত জানান, করোনা পরিস্থিতির কারণে মানুষের কাজ বন্ধ। ফলে এলাকার অনেক অসচ্ছল ও কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়েছে। ফলে ওই সকল মানুষের পাশে দাড়ানো প্রয়োজন। তাই আমি ক্ষুদ্র সামর্থ নিয়ে কিছু মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করছি। এলাকার অভূক্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সকল বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এলাকাবাসী জানায়, তরুণ ব্যবসায়ী প্রদীপ দত্ত দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১১ এপ্রিল ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "দুঃস্থ ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিল প্রদীপ"

Leave a comment

Your email address will not be published.


*