ঢাকা : করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর উপজেলা) নির্বাচনী এলাকায় ৪ হাজার ৮০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোকতাদির চৌধুরীর পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে আট কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, দুই কেজি পেয়াজ, দুই কেজি আটা ও দুইটি সাবান দেওয়া হয়েছে। পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৩১ দফা নির্দেশনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য মোকতাদির চৌধুরী। তিনি ত্রাণ কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১১ এপ্রিল ২০২০ ইং
Be the first to comment on "সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর ত্রাণ বিতরণ"