নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা ৬০টি পরিবার এক মাসের খাদ্য সহায়তা পেয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা লোকাল এনভায়রণমেন্ট ডেভেলপমেন্ট অ্যাণ্ড এগ্রিকালচারাল রিসার্স সোসাইটি (লিডার্স) পরিচালিত ‘ওয়েভিং লাইভ্স’ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, দুই কেজি মুসুরি ডাল, দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি লবন দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে সেন্টার ফর কোস্টাল কাইমেট রেজিলিয়েন্ট কার্যালয় থেকে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার মো. সুলতানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল ও প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল।
উল্লেখ্য, শারীরিক দূরত্বসহ করোনা সতর্কতা মেনে বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীরা ওই খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। করোনা দূর্যোগ শুরু হওয়ার পর থেকে লিডার্সের প থেকে এ পর্যন্ত সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২০ এপ্রিল ২০২০ ইং
Be the first to comment on "বাঘ বিধবা ও স্বামী পরিত্যক্তা পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে লিডার্স"