ঢাকা : করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্য সহায়তার প্যাকেট নিয়ে নিম্নবিত্ত মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। নিজের সাধ্য অনুযায়ী সহায়তা দিচ্ছেন। ত্রাণ বিতরণ ছাড়াও করোনা বিষয়ে সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা মিল্টন মণ্ডল জানান, প্রত্যন্ত এলাকায় ভ্যানে চড়ে বাড়িতে বাড়িতে গিয়ে এমপি নিজ হাতে গরীব অসহায় মানুষের মাঝে উপহার প্রধানমন্ত্রী পাঠানো সামগ্রী বিতরণ করছেন। সরকারী সহায়তার পাশাপাশি একাধিক বিদেশী সংস্থার সহযোগিতায় এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সর্বশেষ খুলনার দাকোপ উপজেলার চালনা এম এম ডিগ্রী কলেজ মাঠে করোনা সতর্কতা মেনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেখানে পরিবার প্রতি ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, দু’টি সাবান ও দু’টি মাস্ক দেওয়া হয়। এছাড়া তিনি করোনা পরিস্থিতির শুরু থেকে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক কর্মসূচীতে অংশ নিচ্ছেন।
আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চালনা এম এম ডিগ্রী কলেজ মাঠে খাদ্য সহায়তা কর্মসূচীতে এমপি গ্লোরিয়া সরকার ছাড়াও অংশ নেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনৎ কুমার বিশ্বাস, বিদেশী সংস্থার প্রতিনিধি ছবি রানী সাহাসহ স্থানীয় আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। তারা করোনা পরিস্থিতি স্বাভারিক না হওয়া পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
এদিকে ছাত্রলীগের আয়োজনে কর্মহীন মানুষদের মাঝে বিনামূল্যে এক হাজার ৮০ কেজি সবজি বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। এ সময় তিনি এই দূর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তশালীদের সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৯ মে ২০২০ ইং
প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে গ্রামের কর্মহীন মানুষদের বাড়িতে সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার
শেয়ার করতে ক্লিক করুন
Be the first to comment on "প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে গ্রামের কর্মহীন মানুষদের বাড়িতে সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার"