সর্বশেষ

বাজেট অধিবেশনে স্বাস্থ্যবিধি মানা হবে কড়াকড়ি

ঢাকা : একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ১০ জুন বসবে। বিকাল ৫টা শুরু হবে এই অধিবেশন। স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্ব করবেন। পরদিন ১১ জুন বিকাল ৩ টায় পেশ করা হবে আগামী ২০২০- ২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কোভিড-১৯ এর ভয়াবহতায় এবারের বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত। ৮ থেকে ১০ চলবে এই অধিবেশন।
এই পরিকল্পনা নিয়েই সংসদ সচিবালয় এগুচ্ছে বলে জানা গেছে। ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরই মধ্যে তা সংশোধন করে ২০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। তবে নতুন বাজেটের আকার বাড়ছে। আগামী বাজেট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। আসন্ন বাজেটে করোনার প্রভাবকে বিবেচনায় রাখা হচ্ছে। স্বাস্থ্যখাতে বাজেট বাড়বে।
এদিকে, বাজেট অধিবেশনে সর্ব্বোচ্চ স্বাস্থ্যবিধি মানা হবে। শারীরিক ও সামাজিক দূরত্ব মানা হবে খুবই কড়াকড়ি ভাবে। কোন শৈথিল্যতা সহ্য করা হবে। এর অন্যতম কারণ হচ্ছে ইতোমধয়েই ৪জন সংসদ সদস্য ও তাঁদের পরিবার এবং সংসদ ভবনে দায়িত্ব পালনকারী নিরাপত্তা কর্মীরা একের পর এক কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় এই সর্তকতা নেওয়া হচ্ছে। সংবাদ সংগ্রহে সংবাদকর্মীদের আসা বারণ কর হয়েছে।
অধিবেশনটি সংসদ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। ওখান থেকে সংবাদ সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। বাজেট পেশ হওয়া শুরু হলে মিডিয়া সেন্টার থেকে বাজেট বই শারীরিক দূরত্ব মেনে তা বিতরণ করাসহ একটি নির্দেশনা প্রকাশ করেছে সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা।
অপরদিকে, সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের যোগদানে একটি রোষ্টার তৈরির কাজ চলছে। এটি তৈরিতে সংসদ হুইপরা চীফ হুইপের নির্দেশনায় কাজ করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোষ্টারে প্রবীন, কিছুটা সিনিয়র ও অসুস্থ সদস্যদের বাইরে রাখা হয়েছে। আসন বিন্যাসে থাকবে শারীরিক দূরত্ব। বিশেষ করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কোভিড-১৯ পজিটিভ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকায় প্রবীন ও শারীরিকভাবে অসুস্থদের দিকে নজর রাখা হয়েছে জোরেশোরে।
স্বাস্থ্যবিধি শতভাগ অনুসরন করে সংসদ অধিবেশন পরিচালনার কথা বলছেন স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১৩ দফা স্বাস্থ্য নির্দেশনা মেনেই বাজেট অধিবেশন পরিচালনা করা হবে। রোষ্টারলি সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দিবেন। আর এটি মনিটরিং করবেন চীফ হুইপের নেতৃত্বে হুইপগণ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, দেশের সংসদীয় ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন হতে যাচ্ছ এবারের অধিবেশন। অধিবেশনে অতিথি ও দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের সুযোগ থাকবে না। সিনিয়র ও শারীরিকভাবে অসুস্থ সংসদ সদস্যদের অধিবেশনে না আসার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী ১০ জুন বিকেল ৫টায় সংসদ অধিবেশন বসার আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচী চূড়ান্ত হবে। তবে অধিবেশন পরিচালনায় সংসদে কোরামপূর্ণ (৬০ জন) হওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। অতিরিক্ত উপস্থিতি নিরুৎসাহিত করা হবে।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনে অংশগ্রহণকারী সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর সকলকে ডিসইসফেকশন চেম্বার দিয়ে প্রবেশ করতে হবে। মূল ভবনে প্রবেশ পথে এটি স্থাপন করা হয়েছে। থার্মাল স্ক্যানারে তাপমাত্রা মেপে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০২ জুন ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বাজেট অধিবেশনে স্বাস্থ্যবিধি মানা হবে কড়াকড়ি"

Leave a comment

Your email address will not be published.


*