ঢাকা : আগামী ১০ জুন বুধবার বিকেল ৫টায় বসছে বাজেট অধিবেশন। চলতি সংসদের এটি অষ্টম অধিবেশন। এবার অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। এটি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (কমন ও সমন্বয়) মোহাম্মদ ওয়ারেছ হোসেন। তিনি জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে না। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ করে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচী চূড়ান্ত করবেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১৮ এপ্রিলে একদিনের চলতি সংসদের ৭ম অধিবেশনের আগেও কার্য উপদেষ্টা কমিটির আনুষ্ঠানিক বৈঠক হয়নি। স্পীকার সংসদ নেতার সাথে আলোচনা করেই কর্মসূচি ঠিক করে নিয়েছিলেন। আর এ সব হয়েছে কোভিড-১৯ এর কারণেই। স্বাস্থ্য বিধি মানা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতের এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এবারও বাজেট অধিবেশনের আগে সেই কৌশলই গ্রহন করা হবে বলে জানা গেছে।
সুত্র আরও জানায়, আগামী ৮ জুন সংসদ ভবনে সংসদ সর্ম্পকিত কমিশন বৈঠকে সংসদ নেতার সাথে বৈঠকের বিবিধ সুচীতে সংসদের মেয়াদ ও কর্মসূচির বিষয়টি সেরে নিতে পারেন।
জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে অন্যান্য বছরের থেকে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। যা ৭ থেকে ১০ দিন চলতে পারে। কোন প্রশ্নোত্তর পর্ব থাকবে না। নির্ধারিত সীমিত সংখ্যক সদস্য বাজেট আলোচনায় অংশ নিবেন। বাজেট সংত্রুান্ত বিলের বাইরে কোন বিল পাসের সম্ভাবনা নেই। আগামী ১১ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাব উত্থাপন করবেন।
অধিবেশন পরিচালনায় সংসদে কোরামপূর্ণ (৬০ জন) হওয়ার বিষয়টি হুইপরা মনিটরিং করবেন। প্রবীণ, অসুস্থ ও অতিরিক্ত উপস্থিতি নিরুৎসাহিত করা হচ্ছে। অংশগ্রহণকারী সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। সকলকে ডিসইসফেকশন চেম্বার দিয়ে প্রবেশ করতে হবে। মূল ভবনে প্রবেশে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা মেপে নিতে হবে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ০৬ জুন ২০২০ ইং
Be the first to comment on "কার্যউপদেষ্টা কমিটির বৈঠক ছাড়াই বাজেট অধিবেশন"