সর্বশেষ

বাজেটে শিশু অধিদপ্তর গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে গুড নেইবারস বাংলাদেশ

ঢাকা : জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে অনলাইন সভায় শিশু অধিকার নিয়ে কর্মরত সংগঠনের প্রতিনিধিরা বলেছেন, শিশুদের অধিকার সুরক্ষা ও কল্যাণে বাজেটে শিশু অধিদপ্তর গঠনের ঘোষণা ইতিবাচক। তবে দীর্ঘদিন ঝুলে থাকা এই অধিদপ্তরের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। একইসঙ্গে শিশুদের জন্য বাজেট বরাদ্দ সুনির্দ্দিষ্ট করতে হবে।

গতকাল সোমবার শিশুকেন্দ্রিক আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) আয়োজিত ওই অনলাইন সভায় সভাপতিত্ব করেন জিএনবরি কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল। জিএনবি’র ম্যানেজার রাজিয়া সুলতানার সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন স্ক্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, শিশু সংগঠন ‘এক রঙ্গা এক ঘুড়ি’র প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া ও নির্বাহী পরিচালক এস এম মাসুদুল ইসলাম নীল, আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আফতাব-উজ-জামান, হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার কো-ফাউন্ডার নুসরাত একা এবং জিএনবি’র পরিচালক আনন্দ কুমার দাস, ম্যানেজার যোষেফ টুটুল বিশ্বাস ও রিমো রনি হালদার।

সভায় এম মাঈনউদ্দিন মইনুল বলেন, আমরা শিশুদের অধিকার সুরক্ষায় আলাদা একটি মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠনের দাবি জানিয়ে আসছিলাম। বাজেটে সেই দাবি বাস্তবায়নের ঘোষণার মধ্য দিয়ে সরকার জনগণের দাবির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। আগামীতে শিশু অধিদপ্তর কার্যকর ভূমিকা রাখবে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সরকারের নীতি প্রণয়নে বিশ্বের ৩৫ দেশে কার্যক্রম পরিচালনাকারী গুড নেইবারস যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন।

স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল বলেন, শিশু বাজেট গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সেটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সে বিষয়ে সকলের সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে। এই কাজে স্থানীয় সরকারকে যুক্ত করতে হবে। শিশুদের নিয়ে অনেক স্কিম আছে যেগুলো বাস্তবায়নের জন্য জিও-এনজিও মিলে একটি টাস্কফোর্স করতে হবে।

সভায় বক্তারা বলেন, করোনাভাইরাসের মহামারির মধ্যেও শিশু ও নারী নির্যাতন বেড়েছে। এটা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই দুর্যোগে খাদ্য ও চিকিৎসা সংকট বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই সকলে মিলে সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য ও চিকিৎসা সহযোগিতা নিশ্চিত করতে হবে। শিশুদের স্কুলমুখী ও শিশু শ্রম বন্ধে কাজ করার আহ্বান জানান তারা।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৬ জুন ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বাজেটে শিশু অধিদপ্তর গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে গুড নেইবারস বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*