সর্বশেষ

স্বাস্থ্য অধিদপ্তরকে ৫টি করোনার নমুনা সংগ্রহ বুথ হস্তান্তর করেছে গুড নেইবারস

ঢাকা : আন্তর্জাতিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরকে ৫টি কোভিড-১৯ (করোনা) নমুনা সংগ্রহ বুথ হস্তান্তর করেছে। বুথগুলো রাজধানীর গুলশান, মিরপুর ও মহাখালী এবং ময়মনসিংহ ও কিশোরগঞ্জের ভৈরবে চালু করবে স্বাস্থ্য অধিদপ্তর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গত ১৮ জুন বুথগুলো গ্রহণ করেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা। এটি হস্তান্তর করেন গুড নেইবারস বাংলাদেশের পরিচালক (প্রগ্রাম) আনন্দ কুমার দাস। এ সময় অধিদপ্তরের সমন্বিত কোভিড-১৯ কন্ট্রোল রুমের যুগ্ম সদস্য সচিব ডা. মোঃ রিজওয়ানুল করিম শামীম এবং গুড নেইবারস-এর ম্যানেজার (এডুকেশন ও হেলথ) রাজিয়া সুলতানা, ম্যানেজার (পাবলিক হেলথ) ডা. কাশফি পন্ডিত ও হেলথ কন্সাল্টেন্ট ডা. আরিফ মাহমুদ লিখন উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ডা. মোঃ রিজওয়ানুল করিম শামীম করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গুড নেইবারস-এর মতো বেসরকারী প্রতিষ্ঠানের এই উদ্যোগ সরকারের কাজকে আরো গতিশীল করবে।

এরআগে আনন্দ কুমার দাস বলেন, করোনা মহামারী শুধু সরকারের পক্ষে মোকাবেলা করা খুবই কষ্টসাধ্য। এজন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এক্ষেত্রে গুড নেইবারস মহামারি মোকাবেলায় সরকারের পাশে থেকে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুড নেইবারস দীর্ঘদিন যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্ন্য়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা সংক্রমিত হওয়ার আগে থেকেই প্রতিষ্ঠানটি জনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে লিফলেট ও পোষ্টার বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা মূলক প্রচার, কর্মহীন হতদরিদ্র পরিবারকে খাদ্য ও হাইজিন উপকরণ প্রদান এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেলিমেডিসিন স্বাস্থ্য সুবিধা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় করোনা টেষ্টের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ৫টি নমুনা সংগ্রহ বুথ প্রদান করা হয়েছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৯ জুন ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "স্বাস্থ্য অধিদপ্তরকে ৫টি করোনার নমুনা সংগ্রহ বুথ হস্তান্তর করেছে গুড নেইবারস"

Leave a comment

Your email address will not be published.


*