ঢাকা : করোনা মোকাবেলায় নানান কর্মসূচী নিয়ে সিলেটের জনগণের পাশে কাজ করছে উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচীর মধ্যে রয়েছে- করোনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, হাত ধোয়ার ব্যবস্থা করা, দোকানে দোকানে সামাজিক দূরত্ব চিহ্ন স্থাপন, কর্মহীন অসহায় প্রতিবন্ধী ও গর্ভবতী মায়েদের খাবার ও নগদ সহায়তা প্রদান। এছাড়া বতমান পরিস্থিতিতে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা হয়েছে এবং গ্রাহকদের সঞ্চয় ফেরত দেওয়া হচ্ছে।
ব্র্যাকের সিলেট আঞ্চলিক ব্যাবস্থাপক ইকবাল আহমেদ চৌধুরী বলেন, আমরা করোনা পরিস্থিতির শুরু থেকেই সরকারের সহযোগিতামূলক সকল কার্যক্রম অব্যাহত রাখছি। ব্র্যাক সিলেট সদরের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ও প্রগতি), স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচী, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, সামাজিক ক্ষমতায়ন ও মাইগ্রেশন কর্মসূচী এবং ব্র্যাক শিক্ষা কর্মসুচীর মাধ্যমে কর্মীরা জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছে। মাইকে জারি শিল্পী কুদ্দুস বয়াতির গান প্রচার করা হচ্ছে। দোকানে দোকানে সামাজিক দূরত্ব চিহ্ন স্থাপন করা হয়েছে। হাত ধোয়ার ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য সম্মত হাত ধোয়ার কৌশল শেখানো হয়েছে। এই সময়ে মানুষের দুরাবস্থার কথা বিবেচনা করে ৩০ জুন পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখা হয়েছে। এছাড়া এই সময়ে আর্থিক অবস্থা বিবেচনা করে ৫৭০ জন সদস্যকে ১৭ লক্ষ ১০ হাজার টাকা সঞ্চয় ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
আতংকিত না হয়ে স্বাস্থ্য সচেতন ভাবে চলাচল করার বিষয়ে সতর্কতামূলক বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক শেখ আশরাফুল আলম বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে কাজের অভাবে মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় মাইক্রোফাইন্যন্সের সদস্যদের মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে তাদের চাহিদা অনুযায়ী সঞ্চয় ফেরত দেওয়া হচ্ছে। একইসঙ্গে ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এছাড়া কর্মহীন অসহায় প্রতিবন্ধী ও গর্ভবতী মায়েদের দুই সপ্তাহের খাবারের জন্য ২১০ জনকে দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে।
জালালপুরের সব্দলপুর গ্রামের আংগুরী বেগম বলেন, লকডাউনের সময় কোন কাজ কর্ম না থাকায় পরিবারের ভরণপোষণে কষ্ট হচ্ছিলো। ঠিক তখনি ব্র্যাকের সহায়তায় আমার সঞ্চয় থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা ফেরত পাই। গত ১০ জুন তা পরিশোধ করে আবার নতুন ঋণ নিয়েছি। ব্র্যাক অফিস থেকে স্বাস্থ্য সম্পর্কে বোঝানো হয়েছে। এছাড়া ডেটল সাবান ও হারাপিক পাউডার দেওয়া হয়েছে। যা তাদের পরিবারের জন্য খুবই উপকারে এসেছে বলে তিনি জানান।
এ বিষয়ে শাখা ব্যাবস্থাপক বিশ^জিৎ চন্দ্র সরকার বলেন, আংগুরী বেগমের মতো সকলেই একই সুযোগ পাচ্ছেন। মানুষের কথা বিবেচনা করে সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সাথে সঞ্চয় ফেরত ও ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সিলেট সদর, খাজাঞ্চী, মোগলাবাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি শাখা নিয়ে সিলেট সদর এলাকা অফিসের কার্যক্রম পরিচালিত হয় বলেও তিনি জানান।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২০ জুন ২০২০ ইং
Be the first to comment on "করোনা মোকাবেলায় নানান কর্মসূচী নিয়ে সিলেটের জনগণের পাশে ব্র্যাক"