ঢাকা করোনা পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ সোমবার দুপুরে রাজধানীর হাজারীবাগে জরিনা সিকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)’র ঢাকা কেন্দ্র (পশ্চিম) আয়োজিত এক নারী সমাবেশে তারা এ আহ্বান জানান।
বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের অফিস ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইলিয়াসুর রহমান বাবুল, শ্রমিক নেতা মো. আবুল হোসেন, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহ আলম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজ সেবা কর্মকর্তা রোকন-উজ-জামান, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, নাগরিক সমাজের প্রতিনিধি মো. আলম আকন্দ, ডা. রোকন-উজ-জামান, হারুন-উর-রশিদ, আলমগীর হোসেন ও সাহিদা বেগম এবং বিএনপিএস’র করিমুননেছা আকন্দ ও মাহমুদা আকন্দ।
সমাবেশে বক্তারা বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশও তার বাইরে নয়। এই পরিস্থিতিতে কর্মহীন মানুষেরা সব থেকে অসহায় হয়ে পড়েছে। এই সংকটময় মুহুর্তে তাদের পাশে দাড়াতে না পারলে সংগঠন করার কোন সার্থকতা নেই। ইতোমধ্যে সাধারণ মানুষের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। তাই এই সংকট থেকে অসহায়, বিধবা ও প্রতিবন্ধীদের বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বাড়ানোর জন্য সকলকে কাজ করতে হবে।
ওই সমাবেশ থেকে করোনায় কর্মহীন হয়েপড়া দুইশো নারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সহায়তা কামর্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়। এরআগে বিএনপিএস’র উদ্যোগে কেভিড-১৯ এর সচেতনতামূলক কার্যক্রম ও সহায়তা সামগ্রী বিতরণের জন্য স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জনসচেতনতা কার্যক্রম ও সহায়তা সামগ্রী বিতরণের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এছাড়া সচেতনতামূলক কাজের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। আগামীতে এলাকার একশো কিশোরির মধ্যে ডিগনিটি কীট বিতরণের কর্মসূচী নেওয়া হয়েছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৩ জুলাই ২০২০ ইং
Be the first to comment on "করোনা মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে : বিএনপিএস"