সর্বশেষ

দূর্যোগের ঝূঁকি থেকে উপকূলের জনগণকে রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের দাবি

ঢাকা : প্রাকতিক দূর্যোগের ঝূঁকি থেকে উপকূলের মানুষকে রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন দাতা সংস্থা কেএনএইচ জার্মানী ও উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন-এর প্রতিনিধিরা। খুলনা জেলার কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টারে ঘূর্ণিঝড় দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান থেকে এই আহ্বান জানানো হয়।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানােনা হয়েছো। ফেইথ ইন অ্যাকশন-এর নৃপেন বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দাতা সংস্থা ‘কে এন এইচ জার্মানী’র কান্ট্রি কো-অর্ডিনেটর মারুফ রুমি মমতাজ, ন্যাশনাল কো-অডিনেটর মাটিলদা টিনা বৈদ্য, প্রগ্রাম কো-অডিনেটর মনিরুজ্জামান মুকুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, অধ্যক্ষ শিমুল বিল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, দূর্যোগের ঝুঁকি মোকাবেলা ও শিশু স্বার্থরক্ষায় কেএনএইচ জার্মানীর সহযোগীতায় কয়রার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠির মধ্যে কাজ করছে ফেইথ ইন অ্যাকশন। ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে ওই এলাকায় খাদ্য সহায়তাসহ বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। ওই এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্থ তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা, ফসলের বীজ প্রদান, সুপেয় পানির উপকরণ দেওয়া হয়েছে।

বিস্তীর্ণ উপকূলের প্রাণ-প্রকৃতি রক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ফলে ঝুঁকি বাড়ছে এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির। নারী ও শিশুরা সবচেয়ে ঝুঁকিতে আছেন। তারা সকলের আতংক নিয়ে বসবাস করছে। তাদের সুরক্ষায় সরকারের পাশাপাশি সকল বেসরকারী সংস্থাকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২০ আগষ্ট ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "দূর্যোগের ঝূঁকি থেকে উপকূলের জনগণকে রক্ষায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের দাবি"

Leave a comment

Your email address will not be published.


*