সর্বশেষ

বর্ণাঢ্য আয়োজনে রজতজয়ন্তী উদযাপনের প্রত্যাশা গুড নেইবারস’র

ঢাকা : নানা আয়োজনে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শিশু অধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ। এ উপলক্ষে গত ১৮ আগষ্ট আলোচনা ছাড়াও কেক কাটা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে অনলাইন অনুষ্ঠান হলেও কারোনাকাল শেষে আগামী বছর বর্ণাঢ্য রজত জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনলাইন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান গুড নেইবারস’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল। সংগঠনের ম্যানেজার (এডুকেশন ও হেলথ টিম) রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনলাইন আলোচনায় অংশ নেন ইউনিসেফ-এর চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট গডফ্রে ব্রাক্সটন ওকোট, অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি কেভিন গোহ, ওর্য়াল্ড ফুড প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সিদ্দিকুল ইসলাম খান, শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ, পলিসি প্ল্যানিং ও জেন্ডার পরিচালক ডা. নাজনীন আক্তার, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর নাকির, ব্রাক লার্নিং ডিভিশনের এজিএম সোহেল সোবাহান চেীধুরী, বাংলালিংক মো. মোকলেসুর রহমান, এক রঙ্গা এক ঘুড়ির নীল সাধু, আপন ফাউন্ডেশন মো. আফতাব-উজ-জামান, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, বোচাগঞ্জ সমবায় সমিতির সাবিনা ইয়াসমিন এবং গুড নেইবারসের আনন্দ কুমার দাস, ফ্রান্সিস মন্ডল ও বার্টিন গোমেজ।

অনুষ্ঠানে বক্তারা গুড নেইবারস বাংলাদেশকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তারা বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পার্টনারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে করোনা মহামারীর মাঝেও সংগঠনটি যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। এ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সংগঠনটি আরো বেশী ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গুড নেইবারস একটি আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৯৬ সালের ১৮ আগস্ট গুড নেইবারস বাংলাদেশ কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১১ জেলায় ১৪টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এবং ৩টি প্রোজেক্ট উইথ স্পেশাল প্রোগ্রামের (পিএসপি) মাধ্যমে শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, নারী উন্নয়ন, এডভোকেসিসহ দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৪ আগষ্ট ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বর্ণাঢ্য আয়োজনে রজতজয়ন্তী উদযাপনের প্রত্যাশা গুড নেইবারস’র"

Leave a comment

Your email address will not be published.


*