সর্বশেষ

গুড নেইবারস্ ও সুলতান মোল্লা স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা : শিক্ষার মানোন্নয়নে রাজধানীর পল্লবী থানাধীন সুলতান মোল্লা আদর্শ স্কুলে কাজ করবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। এক্ষেত্রে সহযোগিতা করবে স্যামসাং সিএন্ডটি স্যামসাং ভিলেজ প্রজেক্ট। এ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলমাস উদ্দিন মোল্লা ও কমিটির সদস্য তমিজউদ্দিন চৌধুরী মণ্ডল, স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সালমান মোল্লা এবং গুড নেইবারস’র আরবান সিডিপি ম্যানেজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস ও কমিউনিকেশন টিম, প্রজেক্ট ডেভেলপমেন্ট ইউনিটের ম্যানেজার রিমো রনি হালদার।

অনুষ্ঠানে বক্তারা স্যামসাং সিএন্ডটি স্যামসাং ভিলেজ প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্কুলের শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন। বিশেষ করে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বাড়বে। এক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য সরকারের পাশাপাশি ১১টি জেলায় ১৭টি প্রজেক্টের মাধ্যমে শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, নারী উন্নয়ন, অ্যাডভোকেসিসহ দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে গুড নেইবারস। ১৯৯৬ সালের ১৮ আগস্ট গুড নেইবারস বাংলাদেশ কার্যক্রম শুরু করে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৯ আগষ্ট ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "গুড নেইবারস্ ও সুলতান মোল্লা স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর"

Leave a comment

Your email address will not be published.


*