সর্বশেষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম ও ত্যাগের দৃষ্টান্ত সকলের জন্য অনুকরণীয় : স্পিকার

ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম ও ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয়। তাঁর এই দৃষ্টান্ত ও রাজনৈতিক দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’ গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনা : দুর্গম পথের নির্ভীক যাত্রী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ গুণে আন্তর্জাতিক অঙ্গণে শুধুমাত্র ক্ষমতাধর সফল রাষ্ট্রনায়ক হিসেবে জায়গা নিয়েছেন। একইসাথে তিনি মানবতার মা ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি আরো বলেন, দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার সুদীর্ঘ ৩৯ বছরের কন্টকাকীর্ণ পথচলা, সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ওই গ্রন্থের বিভিন্ন অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে। যা অত্যন্ত যুগোপযোগী ও প্রয়োজনীয়।

ড. শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অন্যান্য অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করে গেছেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। আমাদের সকলকে তাঁর এই প্রচেষ্টায় অংশীদার হয়ে সহযোগিতা করতে হবে।

বিশিষ্ট লেখক সোলায়মান সুখনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ওই গ্রন্থের সম্পাদক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, গ্রন্থটির নির্বাহী সম্পাদক তানভীর এ মিশুক।

উল্লেখ্য, জয়িতা প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটির প্রকাশক ইয়াসিন কবির জয়।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৮ সেপ্টেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম ও ত্যাগের দৃষ্টান্ত সকলের জন্য অনুকরণীয় : স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*