ঢাকা : ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। আজ রবিবার দুপুরে রাজধানীর রায়ের বাজার এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করার দাবি জানানো হয়েছে।
বিএনপিএস’র ঢাকা কেন্দ্রের (পশ্চিম) অফিস ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, রায়ের বাজার কমিউনিটি ফোরামের উপদেষ্টা মো. সাখাওয়াত হোসেন পলাশ, রায়ের বাজার সমাজ উন্নয়ন কমিউনিটি ফোরামের সভাপতি মো. আলম আকন্দ, রায়ের বাজার পরিবেশ উন্নয়ন কমিউনিটি ফোরামের সভাপতি ডা. মো. রোকনুজ্জামান, রায়ের বাজার কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, হাজারীবাগ কমিউনিটি ফোরামের সভাপতি হোসনেয়ারা রাফেজা ও সহসভাপতি মো. আলমগীর হোসেন এবং বিএনপিএসের করিমুননেছা আকন্দ ও মাহমুদা আকন্দ।
সমাবেশে ১১ দফা দাবি তুলে ধরে বলা হয়, ধর্ষকদের রাজনৈতিক দল ও প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। ধর্ষক ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে হবে। দ্রুত আইনে ধর্ষণের বিচার করতে হবে, বিচারের ক্ষেত্রে বয়স বিবেচনা বন্ধ করতে হবে। ধর্ষণকারীর ছবি টিভিসহ সব গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করতে হবে। ধর্ষিতার ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
সব ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে সামাবেশে বক্তারা বলেন, লিঙ্গ, ধর্ম, গোষ্ঠী, নৃতাত্ত্বিক পরিচয়, প্রতিবন্ধকতা, যৌন পরিচতি-যৌনতা-নির্বিশেষে সব ধরনের ভুক্তভোগী ও সহিংসতা জয়ীর জন্য সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের শিকার ভুক্তভোগীদের মামলা পরিচালনাকালে লিঙ্গীয় সংবেদনশীল আচরণ করতে পুলিশ, আইনজীবী, বিচারক ও সমাজকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১১ অক্টোবর ২০২০ ইং
Be the first to comment on "ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে নারী প্রগতি সংঘের মানববন্ধন"