সর্বশেষ

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন এমপি শহীদুজ্জামান সরকার

ঢাকা: দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। এর আগে সংসদ সদস্যদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত মাসে এমপি মহোদয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। এতে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি ন্যাম ভবনে (এমপিদের বাসভবন) সুরক্ষা নিয়ম মেনে অবস্থান করছেন। তিনি নিয়মিত ওষুধ সেবন, খাওয়া ও বিশ্রাম নিচ্ছেন। তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা যায়।
এর আগে গত ২৮ এপ্রিল নির্বাচনী এলাকা নওগাঁ থেকে ঢাকায় ফিরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। পয়লা মে আইইডিসিআর থেকে তিনি করোনায় আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এর দুই সপ্তাহ পর নমুনা পরীক্ষা করানো হলে করোনা পজিটিভ আসে। এবং পরবর্তীতে তৃতীয়বারের টেস্টে নেগেটিভ আসে।
বৈশ্বিক এই মহামারীকালে অর্ধশতাধিক সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। অবশ্য তাঁদের মধ্যে কেউ কেউ মৃত্যুর আগে করোনা নেগেটিভ হয়েছিলেন।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৩ নভেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন এমপি শহীদুজ্জামান সরকার"

Leave a comment

Your email address will not be published.


*