সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর বিশেষ সাধারণ সভা আজ শনিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ‘সুরমা হলে’ সভাটি অনুষ্ঠিত হয়।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের চাকুরি বিধিমালা-২০২০ খসড়া, বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য বিধিমালা-২০২০ খসড়া, বিশ্ববিদ্যালয়ের বেতনকাঠামো বিধিমালা-২০২০ খসড়া, সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন।

এছাড়াও এই বিশেষ সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদনসহ শিক্ষার্থী ভর্তি, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ এবং স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তিকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বোর্ড অব ট্রাস্টিজ এর এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, সম্মানিত উপদেষ্টা ট্রাস্টি প্রফেসর ড. আনোয়ার হোসেন, মো. আলমগীর মিয়া,প্রফেসর ড. দেলোয়ার, প্রফেসর শফিকুল ইসলাম, আবু মুছা আনছারী, এহতেশামুল বারী (তানজিল), মাহমুদুল হক, আক্তারুজ্জামান, ডা. আশফাক, ইয়াসিন খান ও ডেপুটি রেজিস্ট্রার এস এম শফিকুল ইসলাম প্রমূখ।

###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৭ নভেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা"

Leave a comment

Your email address will not be published.


*