সর্বশেষ

বাটা’র মানববন্ধন-সমাবেশ সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্থ করছেতামাক কোম্পানী

ঢাকা: তামাক কোম্পানী সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্থ করছে বলে অভিযোগ করেছে তামাক বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা। আজ বুধবার বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই অভিযোগ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুফতা সুলতানার সভাপতিত্বে কর্মসূচী সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট’র নেটওয়ার্ক কর্মকর্তা শুভ কর্মকার। কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, নাটাব, এইড ফাউন্ডেশন, টিসিআরসি, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ, ফাস্ট ফোকাস ট্রাস্ট, স্টপ এমিশনস নাও-বাংলাদেশ, ডাসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যয় বাংলাদেশেও তামাক নিয়ন্ত্রণে নানাধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিন্তু তামাক কোম্পানীগুলোর অযাচিত হস্তক্ষেপের ফলে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে বাংলাদেশের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচী যে অবস্থানে আছে, সেখানে জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিসমুহ তামাক কোম্পানীর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরী। বক্তারা তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিসমূহ তামাক কোম্পানীর প্রভাবমুক্ত রাখতে দ্রুত গাইডলাইন প্রণয়ণের দাবী করেন।
বক্তারা বলেন, তামাক কোম্পানীর নিজস্ব তথ্য বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং গবেষনায় দেখা যায়, তারা তামাক নিয়ন্ত্রণ বিষয়ে নানা রকম বিভ্রান্তিকর তথ্য প্রদাণ করেছে। এছাড়াও নানা কুটকৌশলের মাধ্যমে কোম্পানীগুলো তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, আইন সংশোধন, সারচার্জ নীতি প্রণয়ন, কর বৃদ্ধি, মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানসহ তামাক নিয়ন্ত্রণে প্রণীত সহায়ক নীতিসমূহ বাস্তবায়নে বাধাগ্রস্থ করছে। এখনও তাদের নীতিতে হস্তক্ষেপের প্রচেষ্টা অব্যহত রয়েছে। তাই আগামী ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে, তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে, অনতিবিলম্বে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিসমুহ কোম্পানীর প্রভাবমুক্ত রাখতে সুনির্দিষ্ট গাইড লাইন প্রণয়নের আহ্বান জানান তারা।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১১ নভেম্বর ২০২০ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বাটা’র মানববন্ধন-সমাবেশ সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে বাধাগ্রস্থ করছেতামাক কোম্পানী"

Leave a comment

Your email address will not be published.


*