সর্বশেষ

স্পিকারের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশকে সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। কোভিডকালীন সময়ে বাংলাদেশ সরকারের অর্থনীতির চাকা সচল রাখার প্রচেষ্টা, এসডিজি অর্জনে অগ্রগতি এবং রাজনীতিসহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রশংসা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ।
আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ।
এসময় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, কোভিডকালীন বাংলাদেশে অনুষ্ঠেয় সংসদ অধিবেশন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, অভিবাসন ইস্যু, এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোভিডকালীন সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে অনুষ্ঠেয় অধিবেশনে কোভিড টেস্টসহ সকল কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে। রাষ্ট্রদূত নাথালি শিউআখ স্বাস্থ্যবিধি মেনে সফলতার সাথে অধিবেশন সম্পন্ন করায় স্পিকারের প্রশংসা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত কেননা, বর্তমানে সংসদে ২৩ জন নির্বাচিত নারী সংসদ সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য আছেন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার- তিনজনই নারী। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত নারীদের ভূমিকা অসামান্য। বর্তমানে সংসদ সদস্যগণ বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুমৃত্যু হার হ্রাস, মাতৃমৃত্যু হার হ্রাসসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় উদ্ভাবিত ‘মাই কনস্টিটিউয়েন্সি’ এপ এক্ষেত্রে সাহায্য করছে।
এসময় স্পিকার আরও বলেন, অনেক সমস্যা থাকা সত্ত্বেও মায়ানমারের রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে ও তাদের প্রতি মানবিক ভূমিকা রেখে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিডকালীন সময়েও অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রণোদনা প্রদানের পাশাপাশি সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৯ নভেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "স্পিকারের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ"

Leave a comment

Your email address will not be published.


*