ঢাকা: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক পরিচালিত “হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা”প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি রাঙ্গামাটি শাখায় আজ সকালে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা। তিনি গর্ভবতী মায়েদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি শাখার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুফিয়া কামাল ঝিমি, নির্বাহী সদস্য জামসেদ আহাম্মদ চৌধুরী, নির্বাহী সদস্য সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মেডিকেল অফিসার ডা: ক্যয়েং চাক। অনুষ্ঠানে মোট ১০ জন মাকে অনুদানের অর্থ প্রদান করা হয়।
জেলা কর্মকর্তা অরুণ কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বজীত চাকমা বলেন, দেশের সর্বপ্রাচীন বেসরকারি সেবাধর্মী প্রতিষ্ঠান ১৯৫৩ সাল থেকে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণখাতে সকল উন্নয়নের অংশীদার। ঠিক একইভাবে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সাথেও এফপিএবির একটি সম্পর্ক রয়েছে যার মাধ্যমে নারী ও কিশোর-কিশোরীদের আর্থিকও সামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়া অনুষ্ঠানের শেষে এফপিএবি রাঙ্গামাটি শাখায় কর্মরত প্রাক্তন ৯জন কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে বকেয়া ৩ লক্ষ ৯৪ হাজার ৩শত ৯৯টাকার চেক হস্তান্তর করা হয়।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২৫ নভেম্বর ২০২০ইং
Be the first to comment on "দরিদ্র গর্ভবতী মায়েদের আর্থিক অনুদান দিয়েছে এফপিএবি"