সর্বশেষ

করোনাকালে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিতে হবে : গুড নেইবারস

ঢাকা : করোনাকালে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে গুড নেইবারস বাংলাদেশ ও স্ট্রিট চিলড্রেন নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশ। রাজধানীর শাহজাদপুর এলাকায় করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক স্টিকার ও মাস্ক বিতরণকালে এই আহ্বান জানানো হয়েছে।

কর্মসূচিতে অংশ নেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দীন মইনুল, ডিরেক্টর আনন্দ কুমার দাস, এডুকেশন এন্ড হেলথ ম্যানেজার রাজিয়া সুলতানা, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম আফতাবুজ্জামান।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঢাকা শহরের পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাস্ক ও স্টিকার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে গুড নেইবারস।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৫ ডিসেম্বর ২০২০ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "করোনাকালে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নিতে হবে : গুড নেইবারস"

Leave a comment

Your email address will not be published.


*