সর্বশেষ

সমাজ সেবায় এফপিএবি’র শহীদ ময়েজউদ্দিন পদক পেলেন ৫ গুণিজন

ঢাকা : জাতীয় এবং স্হানীয় পর্যায়ে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এ বছর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি’র শহীদ ময়েজউদ্দিন পদক-২০২০ পেয়েছেন ৫ জন গুণি ব্যিক্ত ।

আজ সোমবার পর্যটন নগরী কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবি’র এক অনুষ্ঠানে এসব গুণিজন ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেন সাবেক প্রতিমন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি’র সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান । স্বাগত ভাষণ দেন সমিতির নিবাহী পরিচালক খন্দকার মোঃ আসাদুজ্জামান।

সমাপনী অধিবেশন ও মুজিব বর্ষ বিশেষ পদক হিসেবে “এফপিএবি নোয়াখালী শাখা’কে” সম্মাননা প্রদান। এফপিএবি নোয়াখালী জেলা শাখাকে সনদ পদান করা হয়। শাখার সভাপতি এটিএম ফিরোজ আলম পুরস্কার গ্রহন করেন।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২১ ডিসেম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "সমাজ সেবায় এফপিএবি’র শহীদ ময়েজউদ্দিন পদক পেলেন ৫ গুণিজন"

Leave a comment

Your email address will not be published.


*