সর্বশেষ

কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিএনপিএস’র লিয়াজোঁ সভা

ঢাকা : সরকারি, বেসরকারি সব কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। বিএনপিএস আয়োজিত সভায় বক্তারা বলেছেন, নারীদের পেছনে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। সে জন্য এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি আরো বেশি গুরুত্ব দিতে হবে।

বুধবার রাজধানীর রায়ের বাজারস্থ ডাব্লিউবিবি ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপিএস’র সমন্বয়কারী কাজী রবিউল আলম। আয়োচনায় অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সাকিলা পারভীন, বিএনপিএস’র ঢাকা কেন্দ্র (পশ্চিম)’র অফিস ইনচার্জ মো. হেলাল উদ্দিন, সাংবাদিক নিখিল ভদ্র, বিএনপিএস’র সংগঠক মাহমুদা আকন্দ ও করিমুননেছা আকন্দ।

সভায় বক্তারা দেশের উন্নয়নে নারীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, পরিবার সমাজ ও রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকান্ডে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। কাজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটিগুলোতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। অন্যথায় যথাযথ উন্নয়ন সম্ভব হবে না। তাই সকল প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তারা।

সভায় বিএনপিএস’র পক্ষ থেকে বলা হয়, করোনাকালে নারীর ওপর নানাবিধ নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে গৃহকর্মী, গার্মেন্টসকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকানী ও ফেরিওয়ালারা পুঁজি সংকটে পড়েছে। তাদের সহযোগিতার জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যা ক্ষতিগ্রস্ত নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তৃণমূল নারীদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

সভায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, লরেল ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং বিভিন্ন মাদ্রাসা, মন্দির, বাজার ও পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত ৩০জন দরিদ্র নারীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৩০ ডিসম্বর ২০২০ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিএনপিএস’র লিয়াজোঁ সভা"

Leave a comment

Your email address will not be published.


*