ঢাকা: দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে নগদ অর্থ সহায়তা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের সেবাগ্রহণের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জসমূহ সম্পর্কে এক পরামর্শ সভা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ সময় নারীর প্রতি সব ধরনের সহিংসতা-বৈষম্যের অবসান ও আর্থিক সক্ষমতা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সোমবার রাজধানীর হাজারীবাগে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্র আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইলিয়াছুর রহমান বাবুল। বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক (অঞ্চল-৩) কর্মকর্তা বাবর আলী মীর, সংরক্ষিত নারী কাউন্সিলর শিরীন গাফফার, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহ আলম খান, সমাজ সেবা অফিসার মো. জহির উদ্দিন, সমাজ কল্যাণ কর্মকর্তা রোকন উজ জামান, পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদীন, সাংবাদিক সাকিলা পারভীন, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, বিএনপিএস-এর ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীর পিছিয়ে পড়ার আর সুযোগ নেই। এখন নারীদের সামনে এগিয়ে যাওয়ার সময়। সকল ক্ষেত্রে নারীরা প্রতিনিধিত্ব করছে। নতুন নতুন চ্যালেঞ্জিং পেশায় যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নারীকে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সুযোগ তৈরী করে দেওয়ার জন্য সকলকে কাজ করতে হবে। বক্তারা একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নারী-পুরুষ, ধনী-গরীব পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারী প্রগতি সংঘ থেকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রাপ্ত ২০জন নারীকে সেলাই কাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় অতিথিবৃন্দ নারী প্রগতি সংঘের এই কর্মসূচির মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৮ জানুয়ারি ২০২১ ইং
Be the first to comment on "দরিদ্র নারীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপিএস"