ঢাকা : করোনাকালে মানবতার সেবায় বিশেষ ভূমিকা রাখার জন্য ১৪ জন স্বেচ্ছাসেবীকে জিএনবি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন গুড নেইবারস বাংলাদেশ। করোনা মহামারি মোকাবেলায় দেশের ৯টি উপজেলার ১৮টি উপজেলায় দায়িত্বপালনকারী ১০ জন পুরুষ ও ৪ জন নারীকে ওই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি অনলাইনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল, ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. আক্তার উদ্দিন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কর্মকর্তা ও অ্যাওয়ার্ড গ্রহণকারী স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে মানবিক সেবা কার্যক্রম পরিচালনায় আগামীতে গুড নেইবারস ও ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার একসঙ্গে কাজ করবে বলে জানান মো. আক্তার উদ্দিন। তিনি স্বেচ্ছাসেবাকে স্বীকৃতিদানের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই কার্যক্রম নতুন প্রজন্মকে জনগণের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। যা বঞ্চিত মানুষকে স্বস্তি দেবে। তিনি এই প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
এম মাঈনউদ্দিন মইনুল বলেন, গুড নেইবারস দীর্ঘ ২৫ বছর ধরে দেশের ১২টি জেলায় ২১টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। সংস্থাটি অপুষ্টি, শিশুশ্রম, শিশু বিবাহ, বয়ঃসসন্ধিকালীন স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করেছে। করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা দেখিয়েছে। সে ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৫ ফেব্রুয়ারি ২০২১ ইং
Be the first to comment on "জিএনবি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ১৪ জন স্বেচ্ছাসেবী"