ঢাকা : একের পর এক অভিযান সত্ত্বেও দেশের অন্যতম রপ্তানী পণ্য চিংড়িতে অপদ্রব্য পুশ থামছেনা। ফলে হুমকির মুখে পড়েছে হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্প। এই অবস্থায় অপদ্রব্য পুশ বন্ধ করে চিংড়ির রপ্তানী বাণিজ্য রক্ষায় মাঠে নেমেছেন পুলিশ। খুলনা জেলার পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করা চিংড়িসহ একজনকে গ্রেফতার করেছেন।
এ বিষয়ে এজাজ শফী সাংবাদিকদের জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া খালপাড় পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাবিবুর রহমান সানার ছেলে রবিউল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে চিংড়িতে তরল পদার্থ পুশ করে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছিলো। অভিযানের সময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস উপস্থিত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দীর্ঘ দিনে যাবৎ একটি অসাধু চক্র বেশী লাভের আশায় ওজন বাড়াতে চিংড়িতে অপদ্রব্য পুশ করে আসছেন। এই পুশ করার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষন্ন হচ্ছে। যা রপ্তানীতেও প্রভাব ফেলছে। তাই ওই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে। অপকর্মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্ট সুত্রমতে, খুলনা অঞ্চলে কয়েকটি অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে প্রশাসন। সিলগালা করেছে ডিপোগুলোকে এবং উদ্ধার করেছে পুশকরা সিরিঞ্জ, জেলী, জেলী জ্বালানো গ্যাসের চুলা ও হাড়ি পাতিল। তারপরও এই অপকর্ম বন্ধ হয়নি। চিংড়িতে পুশ করে বাজারজাতের মাধ্যমে অসাধু সিন্ডিকেট রাতারাতি কোটি টাকার মালিক বনে যাচ্ছে। আর প্রকৃত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়ছে। বিদেশীদের কাছে দেশের সুনাম নষ্ট হচ্ছে। শুধু বিদেশের বাজারে নয় দেশের অভিজাত হোটেল রেস্তোরাতেও পুশকৃত চিংড়ি সরবরাহ হচ্ছে।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত হিমায়িত চিংড়ি রপ্তানি শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দেড় কোটি লোক জড়িত। রপ্তানির সিংহভাগ বৃহত্তর খুলনাঞ্চলের। এ অঞ্চলের প্রায় ৩০টি হিমায়িত চিংড়ি রপ্তানি প্রতিষ্ঠান রয়েছে। বাকী ১০টি চট্রগ্রাম অঞ্চলে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৪ জুন ২০২১ ইং
Be the first to comment on "অপদ্রব্য পুশ করায় চিংড়ি রপ্তানী হুমকিতে, মাঠে নেমেছেন ওসি এজাজ শফি নিজেই"