ঢাকা: ফিনল্যান্ডে কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত সামসুল আলম (সুমন) আবারো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ১৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি বামপন্থি জোটের পক্ষ থেকে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফিনল্যান্ড প্রবাসী সাংবাদিক ওফিউল হাসনাৎ রুহিন জানান, বিজয়ী সামসুল আলম প্রথম বাঙালি যিনি পর পর দুইবার সিটি কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হন। এরআগে ২০১৭ সালে অনুষ্ঠিত কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনেও প্রথম বারের মতো প্রথম বাঙালি হিসেবে নির্বাচিত হন। তাঁ জয়লাভে ফিনল্যান্ডে বাঙালি কম্যুনিটি, স্বজন, শুভাকাঙ্খী ও স্থানীয়দের মধ্যে খুশির বন্যা দেখা গেছে। সকলেই তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। তারা এরই ধারাবাহিকতায় তাকে ফিনিশ পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, সামসুল আলম (সুমন) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর উপজেলা অন্তর্গত ইব্রাহিমপুর গ্রামের মোজাহেদ উদ্দিন আহমেদ মিয়ার ছেলে। গত দশকের ২০১০ সালে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমান এবং পড়াশোনার পাশাপাশি সে দেশে রাজনীতিতে নাম লেখান। মাত্র ৬ বছর পরেই টিকেট পেয়ে যান কেরাভা সিটি কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণের।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ২১ জুন ২০২১ইং।
Be the first to comment on "বাংলাদেশি সামসুল ফিনল্যান্ডে পূণরায় কাউন্সিলর নির্বাচিত"