ঢাকা : খুলনা জেলার পাইকগাছা উপজেলার সলুয়া গ্রামের বিআরডিবি কর্মকর্তা কাশেম আলী গাজীর বাড়ীতে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে মামলার প্রধান আসামী আবুল হোসেন গাজী ওরফে হঠাৎ বাবুকে এবং খুলনা ও বাগেরহাট থেকে ৪ ডাকাতকে আটক করা হয়েছে। লুষ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত ২৩ মে রাত ৯টার দিকে উপজেলার সলুয়া গ্রামের মৃত আলতাপ হোসেন গাজীর ছেলে বিআরডিবি’র পরিদর্শক কাশেম আলী গাজীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাত কয়েকজন দূর্বৃত্ত বাড়ীতে প্রবেশ করে খেলনা কিংবা আসল পাইপগান ঠেকিয়ে বাড়ীর মালিককে গামছা দিয়ে বেঁধে রেখে বাড়ীর ভিতর থেকে আলমারী খুলে নগদ এক লাখ ৭৫ হাজার টাকা, সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, টর্চ লাইট, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় কাশেম আলী বাদী হয়ে থানায় মামলা করে।
এ মামলায় পাইকগাছা থানার ওসি এজাজ শফী এসআই তাকবীর হুসাইনকে তদন্তের দায়িত্বভার দেন। এ মামলায় ১৮ জুন দক্ষিণ সলুয়া গ্রামের মৃত কওছার গাজীর ছেলে আবুল হোসেন গাজীকে আটক করে পুলিশ। আটক আবুল হোসেন ১৯ জুন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আবুল হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনার সাথে জড়িত প্রধান হঠাৎ বাবুকে গত ৩০ জুন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। সেখান থেকে লুট হওয়া মোবাইল ফোন ও ভূয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। আটক হঠাৎ বাবু উপজেলার প্রতাপকাটী গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে। তার নামে থানায় অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধমূলক একাধিক মামলা রয়েছে।
হঠাৎ বাবুর দেওয়া তথ্যানুযায়ী, পুলিশ বাগেরহাটের মোংলা থানার আমলাতলা গ্রামের মৃত তোফা শেখের ছেলে আবুল হোসেন শেখ ওরফে ছোটকে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রামের জনৈক জামাল গাজী বাড়ী হতে আটক করে। অপর আসামী পাইকগাছা উপজেলার মাহমুদকাটী গ্রামের অশোক হাজরার ছেলে সুব্রত হাজরাকে মাহমুদকাটীর মালোপাড়া থেকে আটক করে। আসামী আবুল হোসেন শেখ ওরফে ছোট ও আসামী সুব্রত হাজরার বিরুদ্ধেও থানায় একাধিক মামলা রয়েছে।
আটক আসামীদের আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি এজাজ শফী। তিনি আরো জানান, ডাকাতিসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ০৩ জুলাই, ২০২১ ইং
Be the first to comment on "পাইকগাছায় বিআরডিবি কর্মকর্তার বাড়ীতে ডাকাতির রহস্য উদঘাটন, ৪ জন গ্রেফতার"