ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা রবিবার দুপুরে বিরোধীদলীয় নেতার পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু’র গণভবন কমপ্লেক্সের বাসভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চত করেছেন। তিনি আরো জানান, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির বাসভবনে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছানো হয়।
উল্লেখ্য, ৬ জুলাই বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১২ জুলাই ২০২১ ইং
Be the first to comment on "প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা"