সর্বশেষ

পাইকগাছায় কিশোর গ্যাং-এর চারজন গ্রেফতার

ঢাকা : সাইবার ক্রাইমে জড়িত কিশোর গ্যাং-এর সন্ধান পেয়েছে খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশ। ওই কিশোর গ্যাং-এর চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুজাহিদুল ইসলাম আকাশ (২১), মনিরুল ইসলাম (২৫), হাসিবুর রহমান শুভ (১৫) ও মো. কিবরিয়া সরদার (১৭)কে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী জানান, এক গৃহবধূর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই বছর আগে ওই গৃহবধুর সাথে অভিযুক্ত মুজাহিদুল ইসলাম আকাশের প্রেমজ সম্পর্ক ছিল। তখন তিনি অবিবাহিতা ছিলেন। বিভিন্ন সময় তারা ভিডিও কলে কথা বলতেন। এমনই একটি অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও আকাশ ধারণ করে রাখে। সম্প্রতি সে ফেসবুকের একটি ম্যাসেঞ্জার গ্রুপে ওই ভিডিওটি ছড়িয়ে দেয়। গত ১০ জুলাই রাতে ফেসবুকে নগ্ন ভিডিও প্রকাশের বিষয়টি গৃহবধু তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন। পরবর্তীতে মঙ্গলবার বিকালে তিনি পাইকগাছা থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোল্যা শাহাদত জানান, মূল আসামি আকাশ ঘড়ির দোকানের কর্মচারী। ফেসবুকে একটি পর্ণো ম্যাসেঞ্জার গ্রুপে সে ভিডিওটি আপলোড করে। যা অন্যান্য আসামীরা বিভিন্নজনকে শেয়ার করে। এ মামলায় অভিযুক্ত বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ওই ঘটনায় জড়িতরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং-এর সদস্য বলেও তিনি জানান।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ১৪ জুলাই ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "পাইকগাছায় কিশোর গ্যাং-এর চারজন গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*