সর্বশেষ

অবহিতকরণ সভা : খুলনার বস্তিবাসীদের উন্নয়নে মডেল হবে সুশীলনের ইআরবি প্রকল্প

ঢাকা: বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নগর দরিদ্র দূরীকরণ কার্যক্রমকে সফল করতে খুলনা সিটি কর্পোরেশনের সেবমূলক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সাথে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বেসরকারি পর্যায়ের উদ্যোগগুলোকেও সহযোগিতা প্রদানের মাধ্যমেই সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন সম্ভব হবে। আজ বৃহস্পতিবার বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ আয়োজিত ইআরবি প্রকল্পের অবহিতকরণ সভায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহনকারী সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা খুলনা সিটি কর্পোরেশনের বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য সুপেয় পানি, পয়:নিস্কাশন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের আহ্বান জানান। তারা এই কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতির পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসীদের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, সরকারি বেসরকারি উদ্যোগের সাথে খুলনার উন্নয়নে সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে। নগর উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন এবং বাস্তবায়নে সিটি কর্পোরেশনের সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে খুলনার দুটি ওয়ার্ডে গৃহীত বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এটাকে মডেল হিসেবে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানানোর আশা ব্যক্ত করেন।

সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রকল্প বিষয়ক মূল বক্তব্য উত্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. শাহীন ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী আজাজ মোরশেদ চৌধুরী, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, এফসিডিও’র পরামর্শক টম বার্জ, ইউএসএইড’র র‌্যানডল ওউলসন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল ইসলাম।
আলোচনায় অংশ নেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের এ্যাড. কুদরদ-ই-খুদা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহাফুজুর রহমান লিটন ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ খুলনা পরিবেশ অধিদপ্তর, খুলনা সিটি কর্পোরেশন ও নাগরিক সংগঠনের অন্যান্য প্রতিনিধিগণ।

সভায় আলোচকবৃন্দ ইউএসএইড ও এফসিডিওর অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় সুশীলন ও পরিবর্তন খুলনা যৌথভাবে খুলনা সিটি কর্পোরেশনের ৫ ও ৯ নং ওয়ার্ডের বস্তিবাসী জনগোষ্ঠীর জন্য ইআরবি প্রকল্পের কার্যক্রমের সফল বাস্তবায়নে সহায়তার প্রতিশ্রুতি দেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৫ আগস্ট ২০২১ইং।

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "অবহিতকরণ সভা : খুলনার বস্তিবাসীদের উন্নয়নে মডেল হবে সুশীলনের ইআরবি প্রকল্প"

Leave a comment

Your email address will not be published.


*