ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে তারা আজ রবিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ১৫ আগষ্ট ২০২১ ইং
শেয়ার করতে ক্লিক করুন
Be the first to comment on "বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন"