সর্বশেষ

আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মোটর সাইকেল ও মোবাইল উদ্ধার

ঢাকা : আন্তঃজেলা ডাকাত দলের আরো তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি হওয়া মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. হাসান শেখ (২১), ফয়সাল জোয়ার্দার ওরফে জমাদ্দার (২০) ও মো. জনি শেখ (২০)। তাদের বিরুদ্ধে খুলনা ও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা ‌দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জানাগেছে, গত ১২ আগষ্ট মধ্যরাতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মাজেদুল ইসলাম ও রেজাউল গাজী মোটর সাইকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তালা-পাইকগাছা সীমানায় শেখের পানের বরজের কাছের সড়কে অজ্ঞাত ৫/৬ জন সশস্ত্র ডাকাত তাদের গতিরোধ করে। এসময় ডাকাতদল তাদের দুজনকে দড়ি দিয়ে পানের বরজে বেঁধে মোটর সাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়।
এঘটনায় পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পাইকগাছার আগরঘাটা এলাকা থেকে হাসান শেখ ও ফয়সাল শেখ জোয়ার্দার ওরফে জমাদ্দারকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে সন্ধ্যায় উপজেলার সরল নামক স্থান থেকে জনি শেখকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। তারা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআরপিসি’র ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, ওই ডাকাতির ঘটনায় মাজেদুল ইসলাম বাদি হয়ে পাইকগাছা থানায় মামলা করেছেন। আসামি ফয়সালের বিরুদ্ধে পাইকগাছা থানায় ডাকাতি ও মাদকের দুটি মামলা এবং হাসান শেখ এর বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় একটি চুরির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে মেহেদী হাসান, বাদশা সরদার ও আকরামুল গাজী নামের তিন জনকে আটক করে পাইকগাছা থানা পুলিশ।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২০ আগষ্ট ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মোটর সাইকেল ও মোবাইল উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*