ঢাকা : সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
অপর এক শোক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক ও সজ্জন মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। আওয়ামী লীগের বিভিন্ন সঙ্কটে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। অত্যন্ত কাজ পাগল, দক্ষ, বন্ধুবৎসল, জ্ঞানী ও অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানের মৃত্যু দেশের জন্যও অপূরণীয় ক্ষতি হলো। যা কখনো পুরণ হবার নয় বলে তিনি উল্লেখ করেছেন।
সংসদ সচিবালয় জানায়, ১৯৯৬, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন। সপ্তম জাতীয় সংসদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ০২ সেপ্টেম্বর ২০২১ ইং
Be the first to comment on "সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে স্পিকারসহ অন্যান্যদের শোক"