ঢাকা : কভিড-১৯ মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে সকল শ্রেণি-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মনে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠানের (আইএফপিআরআই) কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে আইএফপিআরআই’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. মেহরাব বখতিয়ার, সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট মো. শফিকুল করিম ও সিনিয়র ডাটাবেজ ম্যানেজার আমিনুল ইসলাম খন্দকার এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ও করোনাকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, করোনাকালে ভালনারেবল গ্রুপ ফিডিং, ১০ টাকায় চাল, টিসিবি কর্তৃক খাদ্য বিতরণ প্রভৃতি কর্মসূচির পাশাপাশি জরুরি ফোনকলের ভিত্তিতে মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দিয়েছে সরকার। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পাশাপাশি শহরাঞ্চলের রিক্সাচালকসহ অন্যান্য দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
ড. মেহরাব বখতিয়ার বলেন, আইএফপিআরআই বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা বিষয়ে জরিপ পরিচালনা করে থাকে। করোনাকালে কঠোর লকডাউনে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে চরম খাদ্য চাহিদা দেখা দিলেও সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কারণে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি, যা জরিপে উঠে এসেছে।
পার্লামেন্টনিউজবিডি.কম, ০৯ নভেম্বর ২০২১ ইং
Be the first to comment on "কঠোর লকডাউনেও বাংলাদেশে খাদ্যের অভাব হয়নি : স্পিকার"