সর্বশেষ

ঢাকা প্রকাশের উদ্বোধন করলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনকল্যাণ নিশ্চিতকরণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি। বুধবার ঢাকা ক্লাবে মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকা প্রকাশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা প্রকাশের সম্পাদক মোস্তফা কামাল।

বক্তব্যে স্পিকার বলেন, তথ্য প্রবাহ ও বিশ্বায়নের যুগে মুহূর্তের মধ্যে সংবাদ পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। সঠিক সংবাদ জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সঠিক সিদ্ধান্ত নিতেও তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল, প্রিন্ট মিডিয়ায় সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "ঢাকা প্রকাশের উদ্বোধন করলেন স্পিকার"

Leave a comment

Your email address will not be published.


*