সর্বশেষ

গুড নেইবারসের কো-অপারেটিভ কনভেনশনে নানা আয়োজন

ঢাকা : টেকসই উন্নয়নের স্বার্থে সমবায় আন্দোলনে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। ‘কো-অপারেটিভ কনভেনশন-২০২১’ এ অংশ নিয়ে তারা বলেছেন, সমবায়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির সক্ষমতা বাড়ানো সম্ভব। বিশেষ করে সমবায়ের সঙ্গে নারীদের সম্পৃক্ততা যতো বাড়বো, আর্থ-সমাজিক অবস্থার ততো দ্রুত পরিবর্তন হবে। এতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন টেকসই হবে।

শুক্রবার সিরডাপ মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কনভেনশনের মূল শ্লোগান ছিলো ‘সংগঠনের শক্তি নিয়ে উদ্দীপ্ত নারী : সমবায়ের সুযোগ নিয়ে সক্ষমতা গড়ি’।

গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. রিয়াজুল কবীর, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ নিবন্ধক নূর-ই জান্নাত, জেলা সমবায় কর্মকর্তা মো. শিহাব উদ্দিন, মেট্রোপলিটন সমবায় কর্মকর্তা মোছা. জান্নাত আরা পারভীন হীরা প্রমুখ।

গুড নেইবারসের সহযোগিতায় পরিচালিত ১৭ কো-অপারেটিভের পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত কনভেনশনের শুরুতে কো-অপারেটিভের কার্যক্রম নিয়ে ভিডিও উপস্থাপনা করা হয়। এরপর উপস্থিত সমবায় কর্মকর্তারা অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় দারিদ্র নিরসন ও উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে সমবায় সংগঠনগুলোতে নারী সদস্য বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস ক্ষুধা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে ১৯৯৬ সালে থেকে বাংলাদেশে সমাজ কল্যাণ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিশুকে কেন্দ্র করে তার পরিবারের উন্নয়নে কাজ করে। শিশুদের পাশাপাশি নারী ও যুবকদের উন্নয়নও জিএনবি লক্ষ্য। বর্তমানে জিএনবি’র ১২টি জেলায় ১৬টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং ১৭টি কো-অপারেটিভ রয়েছে।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ৩ ডিসেম্বর ২০২১ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "গুড নেইবারসের কো-অপারেটিভ কনভেনশনে নানা আয়োজন"

Leave a comment

Your email address will not be published.


*