সর্বশেষ

সম্মিলিত প্রচেষ্টায় মাতৃ ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন করা সম্ভব : জিএনবি

ঢাকা : গুড নেইবরস্ বাংলাদেশ (জিএনবি) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটিতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন করা সম্ভব। তাই উন্নয়ন নিশ্চিত করতে হলে কমিউনিটি হেলথ ওয়ার্কারস (জিএইচডাব্লিউ), কমিউনিটি রিপ্রেসেনটেটিভ, পেট্রোনাইজিং কমিটি এবং স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দিনাজপুরের ল্যাম্ব হাসপাতালে গত ১৯ নভেম্বর আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএনবি’র কান্ট্রি ডিরেক্টর এম মইনউদ্দিন মইনুল। অনুষ্ঠানে বক্তৃতা করেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, হেলথ-২১ এর চেয়ারম্যান ডা. আবু জামিল ফয়সাল, ল্যাম্ব হাসপাতালের পরিচালক বাপন মানখিন প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এম মইনউদ্দিন মইনুল বলেন, গুড নেইবরস্ সরকার ও সহযোগী এনজিওদের সাথে একাত্ম হয়ে জাতীয় স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় জিএইচডাব্লিউদের মধ্যে কাজ করছে। জিএইচডাব্লিউরা কমিউনিটি ও স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে সেতু হিসেবে কাজ করে। তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠায় জনগণ বিশেষ ভাবে উপকৃত হয়। তিনি এই প্রকল্পের প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি হেলথ ওয়ার্কারস (জিএইচডাব্লিউ) মোবিলাইজেশন প্রকল্পের সাফল্য, অভিজ্ঞতা ও প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ৪৮ জন কমিউনিটি হেলথ ওয়ার্কারসকে সনদ প্রদান করা হয়।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ২৩ ডিসেম্বর ২০২১ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "সম্মিলিত প্রচেষ্টায় মাতৃ ও শিশু স্বাস্থ্যের টেকসই উন্নয়ন করা সম্ভব : জিএনবি"

Leave a comment

Your email address will not be published.


*