সর্বশেষ

এখন অনেকটাই সুস্থ ডেপুটি স্পিকার, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

ঢাকা : দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ও গাইবান্ধার-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং আগামী ঈদুল আযহা (কোরবানি ঈদ) নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর সঙ্গে উদযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এ তথ্য জানান। তিনি কালের কণ্ঠকে বলেন, স্যার (ডেপুটি স্পিকার) ভালো আছেন, সুস্থ আছেন। এখনো চিকিৎসা চলছে। তবে অশুভ উদ্দেশ্যে কিছু চক্রান্তকারী জীবিত মানুষকে মৃত বলে বিভিন্ন গণমাধ্যমে গুজব রটাচ্ছে। যে সব লোক তাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই ডেপুটি স্পিকার দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র মতে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ক্যান্সারের চিকিৎসার জন্য গত ৭ মাস ধরে নিউইয়র্কে অবস্থান করছেন। বর্তমানে তিনি ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতির দিকে। কিন্তু গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেপুটি স্পিকারের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবকে কেন্দ্র করে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি ফেসবুক লাইভে এসে তার বাবার সঙ্গে কথা বলেন।

লাইভে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে উদ্দেশ্য করে বুবলি বলেন, ‘আব্বু আপনার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আপনি বলেন, ভালো আছেন।’ অপর প্রান্তে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমি ভালো আছি’। এরপর বুবলি গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে লেখেন, তার বাবা অনেকটাই সুস্থ। তিনি শিগগিররই দেশে ফিরবেন। সাঘাটা ও ফুলছড়ি আসনের জনেগণের প্রিয় নেতা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এরআগে তলপেটে ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য গত বছরের অক্টোবরে নিউইয়র্কে আসেন অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হন। সেখানে তার প্রথম দফা সফল অস্ত্রোপচার হয়। কিন্তু বাসায় ফিরে কিছুদিন পর আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর ফজলে রাব্বী মিয়াকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে আইসিউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

নিউইয়র্কের বাংলাদেশ কনুস্যলেট ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। পরিবারের সদস্যরা তাঁর পাশে রয়েছেন। ডেপুটি স্পিকারের ছোট ভাই ফরহাদ রাব্বীও সম্প্রতি সেখানে পৌছেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। চিকিৎসকেরা আশা করছেন যে দুই-এক সপ্তাহের মধ্যে তিনি হাসপাতাল ছাড়তে পারবেন। এরপর তিনি দেশে ফিরবেন।

গত বছরের আগস্টে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনি দেশে ফিরে আসেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্যদের পরামর্শ নিয়ে উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে যান ফজলে রাব্বী মিয়া।
###

পার্লামেন্টনিউজবিডি.কম, ০১ মে ২০২২ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "এখন অনেকটাই সুস্থ ডেপুটি স্পিকার, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন"

Leave a comment

Your email address will not be published.


*