সর্বশেষ

কর্মহীন ২০০ নারীকে বিএনপিএস’র খাদ্য সহায়তা

ঢাকা : কর্মহীন দরিদ্র নারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। বিএনপিএসের ঢাকা কেন্দ্রের (পশ্চিম) উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ নারীকে এই সহায়তা তুলে দেওয়া হয়।

বিএনপিএসের ঢাকা পশ্চিম কেন্দ্রের অফিস ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান-উল-হামিদ খান, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সর্দার এবং বিএনপিএসের করিমুননেছা আকন্দ ও মাহমুদা আকন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা পরিস্থিতিসহ নানা কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ছে। এই কর্মহীন মানুষদের পাশে দাঁড়াতে না পারলে সংগঠন করার কোনো সার্থকতা নেই। তাই কর্মহীন অসহায় মানুষ এবং বিধবা ও প্রতিবন্ধীদের বাঁচাতে খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই ২০০ জন ছাড়াও আগে ৪০০ জনকে খাদ্য সহায়তা এবং ১১৯ জন সদস্যকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, প্রতিটি সহায়তা প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, তেল এক লিটার, ডাল এক কেজি, লবণ এক কেজি, পেঁয়াজ এক কেজি, আলু দুই কেজি, হুইল সাবান একটি, লাইফবয় সাবান একটি, মাস্ক এক বক্স (৫০ পিস) ও ব্যাগ একটি।
###

পার্ণামেন্টনিউজবিডি.কম, ২৬ মে ২০২২ ইং

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "কর্মহীন ২০০ নারীকে বিএনপিএস’র খাদ্য সহায়তা"

Leave a comment

Your email address will not be published.


*