সর্বশেষ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেড়া উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও বেড়া পৌর মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় নেতৃবৃন্দ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র আসিফ শামস রঞ্জন জাতির পিতার পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। তিনি উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু’র সুযোগ্য উত্তরসুরী ডিজিটাল বাংলার প্রবর্তক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্প্রতি বি বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রধান অতিথি এবং পাবনা-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
###
পার্লামেন্টনিউজবিডি.কম, ৯ জুন ২০২২ইং।

Print Friendly, PDF & Email
শেয়ার করতে ক্লিক করুন

Be the first to comment on "বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেড়া উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন"

Leave a comment

Your email address will not be published.


*